সর্বক্ষেত্রে বাংলা চালুর দাবিতে মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



সকল দোকাপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যানার বাংলা অক্ষরে লেখা এবং সর্বস্তরে বাংলা ভাষা চালু’ করার দাবিতে গতকাল বুধবার প্রগতিশীল নাগরিক সংহতির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েণ্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রগতিশীল নাগরিক সংহতির আহবায়ক ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জির সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এএফএম জাহিদ, প্রগতিশীল নাগরিক সংহতির যুগ্মআহবায়ক আলী আর্সলান অপু, মুক্তিযোদ্বা মিনহাজ উদ্দিন মিন্টু, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, প্রগতিশীল নাগরিক সংহতির যুগ্ম সদস্য সচিব শিল্পী আজমল সাচ্চু, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিটের ডেপুটি কমা-ার রবিউল ইসলাম, প্রগতিশীল নাগরিক জোটের কার্যকরি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা হাইকোর্টের নির্দেশনা মেনে সকল প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যানার বাংলা অক্ষরে লেখার আহবান জানান। বক্তারা বলেন, বিশ্বের সকল জাতি গোষ্ঠির ভাষার চাইতে বাংলা ভাষা হলো শ্রেষ্ঠ ও সমৃদ্বশালী। তাই সর্বস্তরের প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার চালু করার তাগিদ দেন । সেই সাথে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অর্ন্তভুক্ত করার জন্য আহবান জানান।