বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সর্বস্তরে বাংলা ভাষা-শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ সাইফুল আজম খান ।
কর্মশালায় মুল আলোচক অধ্যাপক লুৎফর রহমান প্রমিত বাংলা বানান এবং উচ্চারণের ওপর বিশদ আলোচনা করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের মাঝে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন এবং ভাষার শুদ্ধ উচ্চারণের কলাকৌশলের ওপর প্রাণবন্ত আলোচনা করেন।
এই কর্মশালায় প্রায় ৩০০ জন শিক্ষার্থী, দফতরের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত শিক্ষক-শিক্ষার্থী সহ প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন।