সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ফারাক কম হওয়ায় বেশি শীত অনুভূত

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কম হওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। এদিন সকাল থেকে আকাশে কুয়াশা থাকার কারণে সূর্যের দেখা মেলেনি। তবে বেলা একটার দিকে সূর্যের দেখা মিলেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি ফারাক না থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা বেশি কমেনি। শনিবার (২৩ ডিসেম্বর) রাজশাহী জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শুক্রবার (২২ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের অন্যান্য সংবাদ