সোনার দেশ ডেস্ক :
তোষাখানা মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের বিশেষ আদালত। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে।
উল্লেখযোগ্য যে, দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন পাকিস্তানের আদালত। এর একদিন পরেই আবার ১৪ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হলো ইমরানকে।
তথ্যসূত্র : আনন্দবাজার অনলাইন