বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সহিংসতামুক্ত রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির মহাদেবপুর গঠনের লক্ষ্যে উপজেলা পিএফজির আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, পিএফজি উপজেলা কমিটির সদস্য রেবেকা সরেন, আঙ্গুরী বেগম প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন পিএফজি উপজেলা কমিটির সদস্য সাংবাদিক মো. আইনুল হোসেন, বরুন মজুমদার, সাদামনের মানুষ মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মন্ডল, বিএনপি নেতা সারোয়ার হোসেন, কামাল হোসেন, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া, হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল সহ এলাকার শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।