রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী জেলা দল গঠনের জন্য সাঁতারুদের উন্মুক্ত বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর)। রাজশাহী জেলা সাঁতার সমিতির আহ্বায়ক আবদুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর হতে ৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ৩৬তম জাতীয় বয়স ভিত্তিক (বালক-বালিকা) সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় রাজশাহী জেলা দল অংশগ্রহণ করবে। সেই লক্ষে জেলা দল গঠনের লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর বিকাল ৩ টায় জেলা সুইমিংপুলে উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দেরকে খেলোয়াড়ী পোষাকে উল্লেখিত তারিখ ও সময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।