বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর হাইওয়ে থানা পুলিশ পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী নামক স্থানে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে হাইওয়ে থানার টহল পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে মাধপুর হাইওয়ে থানার টহল পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে টহল দিচ্ছেলেন। এ সময় তাঁরা সাঁথিয়া উপজেলার পাবনা- ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গী নামক স্থানে নারীর মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহটির শরীরে জখমের চিহ্ন রয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার রাতে আমাদের পুলিশ এলাকায় টহল দেওয়ার সময় উক্ত স্থানে মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শুক্রবার (৩০ মে) মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়কে চলাচলের সময় হয়ত কোন পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। মরদেহটির সনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। তার পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।