সাঁথিয়ায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট: জুন ১৯, ২০২৫, ১:৪০ অপরাহ্ণ


সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ


একাধিক ব্যাংক ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় ঋণের চাপে আত্মহত্যা করেছেন পাবনার সাঁথিয়া বাজারের রহম আলী নামে এক ডিম ব্যবসায়ী। তিনি সাঁথিয়া পৌরসভার পিপুলিয়া মহল্লার মৃত মোতালেব হোসেনের ছেলে। সে সাঁথিয়া বাজারে ফুটপাতে সিদ্ধ ডিম বিক্রি করতো। বুধবার (১৮ জুন) সন্ধ্যার দিকে তিনি নিজ বাড়িতে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের স্বজনেরা জানান, বাজারে ডিমের ব্যবসা করতেন রহম আলী। তিনি ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, টিএমএস, আশাসহ বেশ কয়েকটি এনজিও থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। এসব ঋণের টাকার কিস্তির চাপ সহ্য করতে পারছিলেন না রহম আলী। তাই তিনি আত্মহত্যা করেছেন। তারা আরও বলেন, সপ্তাহে তাকে ৭ থেকে ৮ হাজার টাকা কিস্তি দিতে হতো। সামান্য ডিম বিক্রি করে কিস্তির টাকা দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ‘এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় রহম আলী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ