সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ায় ২০২৪ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১ জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নব নির্বাচিত সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম স্বপন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ^াস প্রমুখ।
উল্লেখ্য,উপজেলায় ৬৯ টি বিদ্যালয়ের ৩৭২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে ৩৩৮ জন মাধ্যমিক, ৩১ জন মাদরাসা এবং ৩ জন ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।