মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাঁথিয়া প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় কাভার্ড ভ্যান চাপায় আব্দুর রহমান ওরফে রহম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার পাটগাড়ি গ্রামের মৃত মহেশ আলীর ছেলে। এছাড়া নাগডেমড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পাটগাড়ি টুকু বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান। এ সময় পাবনা-ঢাকা মহাসড়কের পাটগাড়ি টুকু বাঁধ এলাকা দিয়ে সড়ক পারাপার হওয়ার সময় বেড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্রাউন সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাঁথিয়ার মাধপুর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।