সাঁথিয়ায় খড়ার জালে ৮ কেজি ওজনের বোয়াল মাছ. দাম ১০ হাজার টাকা

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:১১ অপরাহ্ণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:


পাবনার সাঁথিয়ায় কাগেশ্বরী নদীতে আনন্দ হলদার নামের এক জেলের খড়ার জালে ৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ধরার খবরে দেখতে এলাকাবাসি ভীর জমায়।



সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে কাগেশ্বরী নদীতে খড়ার জালে মাছটি ধরা পড়ে। পরে বোয়াল মাছটি প্রতি কেজি এক হাজার ২৫০ টাকা দরে মোট ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয়রা।

জেলে আনন্দ হলদার বলেন, প্রতিদিনের মত আমি খড়ায় মাছ ধরছি হঠাৎ করে মাছটি উঠে আসে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় মাছটি ধরি। তবে এ মাছটি কগেশ্বরী নদীর কি না সেটা বলতে পারছি না। মাছটি আমি এলাকাবাসীর অনুরোধে এলাকাতেই ১০ হাজার টাকা বিক্রি করে দিয়েছি। মাছটি পেয়ে আমি খুব খুশি।

স্থানীয় জানিক শেখ জানান, আমাদের ধারণা বড় আকারের বোয়াল মাছটি কাগেশ্বরী নদীর হতে পারে আবার বানের পানিতে যমুনা নদী থেকেও আসতে পারে। তবে মাছটি বেড়া-সাঁথিয়ার বাজারে নিলে হয়তো একটু বেশি দামে বিক্রি করতে পারতেন তিনি। কিন্ত এলাকার মনুষের অনুরোধে লাভের চিন্তা করেননি আনন্দ হলদার।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ