সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরি

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি


পাবনার সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালার গ্রীল কেটে শয়ন কক্ষে ঢুকে আলমারী ভেঙ্গে স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে গেছে। রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমারী গ্রামের শামসুল আলম ঠান্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শামসুল আলম ঠান্টু বলেন, প্রতিদিনের মত আমি রাত সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে হঠাৎ জেগে দেখি আমার পাশে মোবাইল ফোন নেই। এর পর দেখি পাশের রুমের দরজা ভেতর থেকে আটকানো। পরে কৌশলে রুমের দরজা খুলে দেখি জিনিস পত্র সব এলোমেলো এবং জানালার গ্রীল কাটা। চোরেরা নগদ ২ লক্ষ টাকা,৮ভরি স্বর্ণালংকারসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দিনি জানান। তিনি এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন,এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ