বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের ঘরের আলমারী ও শোকেজ ভেঙ্গে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বুধবার (১০ জুলাই) ভোর রাতে সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।
আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর র্যাবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় এএসপি বেড়া সার্কেল আবুল কালাম আজাদ ও সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে বুধবার ভোর রাতে ১০/১২ জনের একদল ডাকাত এএসপি আবুল কালাম আজাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের বাড়িতে বসত ঘরের বারান্দার গ্রিল কেটে দুটি শয়ন কক্ষের দরজা ধাক্কা ও ডাকাডাকি করে। এ সময় একটি শয়ন কক্ষে অবস্থানরত ব্যবসায়ী আব্দুল সালাম ও অপর কক্ষে থাকা তার ছেলে জুয়েল রানা দরজা খুলে দেয়া মাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে তাদেরকে বেঁধে ফেলে। জুয়েল বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং তাকেও বেধে ফেলে। পরে ডাকাতদল উভয় কক্ষের আলমারির তালা ভেঙ্গে নগদ ১৫ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে বাড়ির মালিক আব্দুস সালাম জানান।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে এবং আসামীদের আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, চলতি বছর গত ৫ মে রাতে সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামে জনতা ব্যাংক সাঁথিয়ার আতাইকুলা শাখার ম্যানেজার মঞ্জুরুুল হকের বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।