শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:“বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলা সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আব্দুল কাদের বিশ^াসের সঞ্চলানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,উপজেলা সহকারী কমশিনার (ভূমি) রিফাতুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,উপজেলা প্রকৌশলী মো.শহিদুল্লাহ,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রাম অফিসার তপু কুমার দেবনাথ প্রমুখ।
বিজ্ঞান মেলা ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। বিকেলে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।