সাঁথিয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি


পাবনার সাঁথিয়া থানার আয়োজনে পাবনার নবাগত পুলিশ সুপারের সাথে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ওসি তদন্ত আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন।

আরো বক্তব্য দেন,অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল আবুল কালাম আজাদ,সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,বিএনপি নেতা মীর নজমুল বারী নাহিদ,সিরাজুল ইসলাম সিরাজ,সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস,যুবদল নেতা জাহিদুজ্জামান রিপন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলাম,শিখন,রুহুল আমিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version