সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের ইন্তেকাল

আপডেট: আগস্ট ২, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ


সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ


পাবনার সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এবং উপজেলার সামান্যপাড়া(টিলাপাড়া) গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফু র(৮০) বৃহস্পতিবার (১আগস্ট) সন্ধ্যা সারে সাতটায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২আগস্ট) সকাল ১১টায় নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version