বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় লিচু খাওয়া নিয়ে অভিমান করে সুরাইয়া খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার ঘুঘুদহ গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার (৩০ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সুরাইয়া খাতুন বাড়িতে লিচু খাওয়া নিয়ে তার ছোট বোনের সাথে ঝগড়া হয়। এ সময় তার মা তাদেরকে রাগারাগি করেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সুরাইয়া সবার অজান্তে অভিমান করে রাত ১২টার দিকে তার শয়নকক্ষে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁসি নেয়। রাতে তার বাবা মা দেখতে পান সে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। তাদের ডাক-চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতের চাচা বেলাল হোসেন জানান, লিচু খাওয়া নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া হলে তার বাবা-মা তাদেরকে রাগারাগি করলে অভিমান করে সুরাইয়া গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
গৌরীগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের সাথে কথা বলে শনিবার (৩১মে) মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে শনিবার থানায় ইউডি মামলা হয়েছে।