সাঁথিয়ায় ১০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আপডেট: জুন ১০, ২০২৪, ২:০১ অপরাহ্ণ


সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ


পাবনার সাঁথিয়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তৈরির সময় চারটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০লাখ টাকার জাল ও জাল তৈরির মালামাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক। গতকাল রোববার (৯জুন) সন্ধ্যায় উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রুপসী গ্রাম থেকে এ জাল জব্দ করা হয়।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় গতকাল রোববার রুপসী গ্রামে অভিযান চালিয়ে সকির উদ্দিনের ছেলে আব্দুল বাতেন,মৃত রমজান আলীর ছেলে আব্দুর রশিদ,নজিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে ময়নাল হকের বাড়ি থেকে চায়না দুয়ারি রিং জাল ও প্রায় এক হাজারের অধিক জাল তৈরির সরঞ্জাম জব্দ করেন।

রাতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া থানার অফিসার ইনচাজর্ (ওসি) আনোয়ার হোসেন,সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রিফাতুল হক বলেন,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ধারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করা হয় এবং তা পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ