শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ ও ২০২৪ সালে এইচএসসি’তে ‘এ’প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২নভেম্বর) কলেজের সাংস্কৃতিক কমিটির আয়োজনে হলরুমে সহকারী অধ্যাপক আলেয়া খাতুনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহিনুর আলম।
আরও বক্তব্য দেন,কলেজর সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু, সহকারী অধ্যাপক আনিসুর রহমান,জ্যেষ্ঠ প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি আবুল কালাম আজাদ,জ্যেষ্ঠ প্রভাষক ড. মারুফ বিল্লাহ,জ্যেষ্ঠ প্রভাষক জালাল উদ্দিন, জ্যেষ্ঠ প্রভাষক শামীম আরা শিখা,প্রভাষক তাজ উদ্দিন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদি হাসান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যেষ্ঠ প্রভাষক আবুল বাশার।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে,নাজনিন সুমা দিশা,ইমরুল কায়েস,হাসিব হোসেন,রাশিদুল ইমসলাম,আরমিরা খাতুন,জনি আহমেদ ও জুথি খাতুন প্রমুখ।