সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার যারা করলেন

আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:


আসন্ন ৮মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্ল¬াহ আল মাহমুদ দেলোয়ার,উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান,সাবেক সহ-সভাপতি রবিউল করিম হিরু,উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল,উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন এবং উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান।

সোমবার (২২ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি রবিউল করিম হিরু এবং উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের মেহেদি হাসান রুবেল,শামসুল আলম স্বপন, মেহেদি হাসান ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ মোট চারজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিমা সুলতানা শিলা,নাসিমা আক্তার,বিলকিস খাতুন ও শিরিন আক্তারসহ মোট চার জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে শিরিন আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ জামায়াত ইসলাম সাঁথিয়া উপজেলা শাখার আমীর (সভাপতি) ও সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান জানান,সংগঠনের স্থানীয়ভাবে সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়নপত্র তোলা হয়েছিল। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়। বর্তমানে কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে জামায়াত ইসলাম নির্বাচনে অংশগ্রহন করবেনা সেজন্য আমিও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি রবিউল করিম হিরু বলেন, নিজেদের দলের মধ্য কোন্দল না বাড়ানোর জন্য আমি নিজের সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

পাবনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (সাঁথিয়া,বেড়া,সুজানগর) মাহবুবুর রহমান প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ