রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাঁথিয়া পৌরসভাধীন কোনাবাড়িয়া মহল্লার মরহুম আক্কাজ আলী শেখের ছেলে সেলিমুজ্জামান মতিন (৬০) রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫মিনিটে উপজেলার বনগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার রাত ১০টায় সাঁথিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।