সাঁথিয়ার দৌলতপুর দারুল উলুম মাদ্রাসার উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ

জালাল উদ্দিন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :


পাবনার সাঁথিয়ায় বুধবার (২৫ জানুয়ারি) দৌলতপুর দারুল উলুম মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মল্লিকের সভাপতিত্বে ও সাংবাদিক খালেকুজ্জামান পান্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদ হোসেন, আলহাজ¦ শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খাঁন, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা,মুফতি ইমরান হোসেন প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন,ইমাম হোসাইন একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, আলহাজ¦ শামসুল ইসলাম মল্লিক, শিক্ষক মুস্তাফিজুর রহমান মুক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের অন্যান্য সংবাদ