শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সাঁথিয়া প্রতিনিধি
জাতীয় প্রাথমিক পদক২০১৬ উপলক্ষ্যে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাঁথিয়া পৌর সদরের আমজাদ হোসেন মাস্টার ও শেফালি বেগমের ৫ম সন্তান শফিকুল ইসলাম রিপন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পাঠানো ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মানসহ ¯œাতকোত্তর এবং সিইনএড ও বিএডে প্রথম শ্রেণি প্রাপ্ত। বিষয় ভিত্তিক ইংরেজি বিষয়ের ‘টট’ প্রশিক্ষক। গুনগত মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড খেলাধুলা,সাংস্কৃতিক,সমাজ সচেতনতামূলক কর্মকান্ড,সাহিত্য ,্উপস্থাপনা,সৃজশীল ক্ষেত্রে নানামুখী ভূমিকার জন্য তিনি এসম্মাননা অর্জন করেন। তার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। ব্যাক্তিগত জীবনে তিনি দু’কন্যা সন্তানের জনক, তাঁর সহধর্মিনী রুখসানা আক্তারও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বড় মেয়ে রামিশা ইসলাম রিপা ৫ম ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ও চ্যানেল আই,সাঁথিয়া উপজেলার স্বর্ণ কিশোরী। ছোট মেয়ে সানজিদা ইসলাম সুপ্রভা ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ও বাংলাদেশ শিশু একাডেমির মৌসুমি প্রতিযোগিতার জারিগানে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী এবং আন্তঃ প্রাথমিক নৃত্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি এলাকাবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন । ১৯৭৪ সনে জন্মগ্রহনকারী এ শিক্ষক ৬ জুন ১৯৯৯ থেকে এ পর্যন্ত কর্মরত রয়েছেন। তার এই কৃতিত্বে এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।