বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় সরকার ঘোষিত চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৯মে) সকাল ১১টায় সাঁথিয়া খাদ্য গুদামে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন। এ সময় সাঁথিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা খোকন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনুর আলম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাঁথিয়া এলএসডি (ভারপ্রাপ্ত) রেজাউল করিমসহ সরবরাহকারী মিলারগণ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অধিদপ্তরসুত্রে জানা গেছে এ বছর ১৩৯ মেট্রিক টন চাউল ও ৪৪০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৭ মে থেকে শুরু হওয়া এ সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।