সাঁথিয়ায় অসুস্থ বাবাকে রক্তদানের পর ছেলের মৃত্যু

আপডেট: মার্চ ২৭, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ


সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি :


পাবনার সাঁথিয়ায় মজনু সেখ (৪২) নামের এক যুবক বাবাকে নিজের রক্তদানের পর মারা গেছেন। তিনি উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু শেখ এর ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

মজনু শেখ এর মামা ইউনুস আলী মোল্লা জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়ি আসেন। তার গুরুতর অসুস্থ বাবার চিকিৎিসার জন্য রক্তের প্রয়োজন হয়। শনিবার (২৫মার্চ) দুপুরে তিনি তার বাবার জন্য পাবনা সদর হাসপাতালে ভর্তি হয়ে নিজেই রক্ত দেন।

রক্ত দিয়ে হাসপাতাল থেকে তিনি বাড়ি আসেন এবং বিশ্রাম না নিয়েই খেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে তিনি অসুস্থবোধ করেন। এরপর স্বজনরা তাকে রোববার (২৬মার্চ) বিকেলে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দুইটার দিকে তিনি মারা যান। সজ্জ্বন বলে পরিচিত মজুন শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৭মার্চ) বাদ জোহর জানাযা নামাজ শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় আর-আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ^াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।