সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
‘রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঁথিয়া শাখার আয়োজনে দিবসটি পালন উপলেক্ষে জাতীয় পতাকা উত্তোলন,মানববন্ধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৯ডিসেম্বর) সাঁথিয়া উপজেলা পরিষদ সমম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঁথিয়া শাখার সভাপতি অধ্যক্ষ(অব.) আব্দুল বাতেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমশনার (ভূমি) রিফাতুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরোয়ার।
আরো বক্তব্য দেন,সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঁথিয়া শাখার সদস্য আব্দুস সামদ মোল্লা, প্রভাষক নুসরাত কেয়া, শিক্ষক জাহিদুল ইসলাম, শিক্ষার্থী ফারজানা ফারিয়া মায়িশা, এনজিও প্রতিনিধি শাহিন আলম প্রমুখ। আলোচনা সভা শেষে দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত শিক্ষা উপকরণ প্রদান করা হয়।