সাঁথিয়ায় কিমিয়া প্রদত্ত উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান

আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১২:৫৯ পূর্বাহ্ণ

সাঁথিয়া প্রতিনিধি


সাঁথিয়ায় কিমিয়া প্রদত্ত উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. আনোয়ারুল ইসলাম-সোনার দেশ

পাবনার সাঁথিয়ায় কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার পাবনার উদ্যোগে কিমিয়া প্রদত্ত উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়।
পাবনা কলেজের অধ্যক্ষ (অব.) আবদুল লতিফের সভাপতিত্বে ও সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. আনোয়ারুল ইসলাম। আরো বক্তব্য দেন এডিশনাল এসপি বেড়া সার্কেল আশিস বিন হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, পাবনা জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, স্বাস্থ্য অধিদফতরের সাবেক সহকারী পরিচালক ডা. মনসুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সহ-সভাপতি হাসান আলী খান, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যাপক আবদুদ দাইন, অধ্যাপক আশরাফুল আলম মজনু, সাঁথিয়া প্রেসক্লারে সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কিমিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামান শামিম। পরে ৫ হাজার টাকা করে ৩০ জনকে বৃত্তি প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ