সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সাঁথিয়া প্রতিনিধি
সাঁথিয়ায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ৯ নম্বর এলাকার (ক্ষেতুপাড়া, গৌরীগ্রাম ও নন্দনপুর) গত বুধবার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গৌরীগ্রাম মাদরাসা কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ব্যবসায়ী ও আ’লীগ নেতা তসলিম উদ্দিন খান (চেয়ার প্রতীকে) ১ হাজার ২৫৩ ভোট পেয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন (ছাতা প্রতীকে) ৮৭৪ ভোট পান।