সাঁথিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

আপডেট: মে ৩১, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :


পাবনার সাঁথিয়ায় বিশ্ব তামাক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩১মে) সকাল ১১টায় র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোহেল রানা খোকন।আরো বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন,প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী, গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, ডাঃ আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার হোসেন প্রমূখ। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ