সাঁথিয়ায় ১৯ জুয়াড়ি গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

সাঁথিয়া প্রতিনিধি:


পাবনার সাঁথিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গৌরীগ্রাম পূর্বপাড়া মহল্লার ফারুকের বাঁশ ঝাড় থেকে নিজাম উদ্দিন,আমির হক, সুমন খা,সবুর বিশ্বাস,আরিফুল ইসলাম,রিপন,হাসান, সাতানিরচর গ্রামের একরাম হোসেন, কামালসহ ৯ জনকে গ্রেফতার করে।

অপরদিকে ওইদিন রাত সোয়া ১১টার দিকে উপজেলার বায়া গ্রামস্থ ছোন্দহ বিলের মধ্যে অভিযান চালিয়ে আব্দুল হাই এর পুকুরের পাড়ে তাস দিয়ে জুয়া খেলার সময় আটিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান, সবুর, বায়া গ্রামের আলমগীর ,শাহজাহান, আলাউদ্দিন, সোলাইমান. মিন্টু, মঙ্গল গ্রামের ঝড়– খাঁ, আব্দুস ছালাম. আলহাজ ফকির নামের ১০ জনকে গ্রেফতার করা হয় ।

সাঁথিয়্ াথানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, তাস দিয়ে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ