সাংবাদিকদের ওপর হামলা : ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদীকে বহিস্কার

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বুধবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসানকে দলের সাধারণ সদস্য পদসহ সব পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষর করা বার্তায় বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেসনোটে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত: বুধবার তিন দশক আগে তৎকালীন সময়ে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার রায় ঘোষনার পর হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈশ্বরদীর বিএনপি নেতাকর্মীরা বিতন্ডায় জড়িয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারপিট করেন। এতে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version