বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে নয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী জেলা। শনিবার (৩ আগস্ট) রাতে এক বিবৃবিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃবিতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া, হামলা, কাজে বাধা দানও করা হয়েছে। ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান হামলায় আহত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি আলী এহসান তুহিনকে লাঞ্ছিত করা হয়েছে। প্রথম আলোর ফটো জার্নালিস্ট শহীদুল ইসলাম দুখুর ক্যামেরা কেড়ে নেওয়াও হয়। পরে তা আবার ফেরতও দিয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সবার সাথে থেকেছি। আমরা কারও পক্ষ হয়ে কোনো কিছু করি না। সম্পন্ন নিরপক্ষভাবে ছবি তোলা ও তা প্রকাশ করা হয়।
সাংবাদিকদের ওপর হামলা, লাঞ্ছিত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা।