সাংবাদিকরাও এখন সত্য বলতে পারছেন না: ফখরুল

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


সরকারি ‘দমন-পীড়নে’ বিরোধী দলের মত প্রকাশের অধিকার খর্ব হওয়ার পাশাপাশি এখন গণমাধ্যমও স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“এই আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে, অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আর কোনো সরকারের আমলে তা করা হয়নি,” বলেছেন তিনি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জোট শরিক জাগপার এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, “৪৩টা টিভি চ্যানেল, অসংখ্য পত্রিকা। সত্য কথাগুলো লিখতেও অনেকেই সাহস পাচ্ছে না। কেন পাচ্ছে না? উপরে ফ্যাসিজমের থাবা।
“বললেই পত্রিকার মালিককে তুলে নিয়ে যাওয়া, চ্যানেলের মালিককে তুলে নিয়ে যাওয়া, তার ইনকাম ট্যাক্স ধরা, তার শিল্প প্রতিষ্ঠানে ঋণ বন্ধ করে দেয়া…।”
সিরাজগঞ্জে বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন সাংবাদিকের মারা যাওয়া এবং সম্প্রতি ঢাকার আশুলিয়ায় একজন সাংবাদিককে আটকের কথাও বলেন বিএনপি মহাসচিব।
“কয়েকদিন আগে আশুলিয়ায় শ্রমিকদের অধিকারের আন্দোলনের কথা সাংবাদিক নাজমুল সাহেব তুলে ধরেছেন, সত্য কথা তুলে ধরেছেন, তার জন্য প্রাপ্য কী? প্রাপ্য- রিমান্ড, শারীরিক নির্যাতন এবং একটার এক একটা মিথ্যা মামলা।” আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর কর দেশ চালাচ্ছে বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল।
“এখন সরকার তো আওয়ামী লীগ চালায় না, সরকার চালাচ্ছে পোষাকধারী লোকেরা। তারা আজকে সব কিছু নিয়ন্ত্রণ করছে। ফলে রাজনৈতিক কোনো চিন্তাভাবনা এখানে আসছে না।”
‘আদালত যেন যুদ্ধক্ষেত্র’
খালেদা জিয়ার মামলার বিচার ঘিরে পুরান ঢাকায় জজ আদালতের বিশেষ এজলাস ঘিরে নিরাপত্তার কড়াকড়ির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।
তিনি বলেন, “যেদিন মামলা চলে, মনে হয় যেন যুদ্ধক্ষেত্র। চতুর্দিকে র‌্যাব-পুলিশ-আর্র্মড পুলিশ ব্যাটেলিয়ান। বন্দুক-টন্দুক নিয়ে, জলকামান-প্রিজন ভ্যান নিয়ে এমনভাবে থাকে, যেন মনে হয়, পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে।
“এটা কোন ধরনের রাজনীতি? গণতন্ত্রের প্রতি এটা কোন ধরনের শ্রদ্ধা? দেশের সবচাইতে জনপ্রিয় নেতা, যিনি তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কোনো দিন পরাজিত হননি, সেই নেতাকে যখন আপনি আজকে এভাবে যখন অপমান করেন, তখন মিশরের সিসিও লজ্জা পায়।”
বিএনপি চেয়ারপারসনকে গত সপ্তাহে দীর্ঘ সময় শুনানিতে রাখায় ক্ষুব্ধ ফখরুল বলেন, “সারাদিন বসিয়ে রাখছেন। কারণ আপনারা ক্ষমতায় আছেন, যা খুশি, তাই করতে পারেন, দিনকে রাত, রাতকে দিন করতে পারেন।” বিশেষ জজ আদালতের উপর খালেদা জিয়ার অনাস্থা জানানোর কথাও বলেন বিএনপি মহাসচিব। “আমি জানি না, এরপরে আদালত অবমাননার ব্যাপার-টেপার হয় কি না।”
বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আজকে গ্রাম্য মোড়লের মতো মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে।
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, যদি ফাঁসিও দেন, আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যাব না। কারণ আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেই যাব, কথা বলেই যাব।”- বিডিনিউজ