সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন : এমপি সুমন

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ


তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সাংবাদিকরা সমাজের আয়না হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। সমাজ থেকে অনিয়ম দূর করে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকদের তথ্য এড়িয়ে যাওয়া বা তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নাই।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় আত্রাইয়ে কর্মরত সাংবাদিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন একথা বলেন। তিনি দেশ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমনে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
পাশাপাশি সাধারণ মানুষ যাতে অপসাংবাদিকতার শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করে যাবার আহবান জানান তিনি।
এসময় আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি উত্তাল মাহমুদ, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,

উপজেলা আ’লীগ সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, খালেকুজ্জামান বুলু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্রাই থানা প্রেস ক্লাব সভাপতি ফরিদুল আলম পিন্টু।