বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজশাহীর পুঠিয়ার সাহসী সাংবাদিক এবিএম সাইদুর রহমান নাজু স্মরণে রাজশাহী প্রেসক্লাব এক শোক সভার আয়োজন করেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ার। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে থাকবেন, প্রেসক্লাবের আজীবন সদস্য আহম্মেদ সফিউদ্দিন, মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সেক্টরস কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাম্যবাদী দলের মহানগর সম্পাদক কমরেড মাসুদ রানা প্রমুখ।