সাংবাদিক নির্যাতনের বিচার দাবি রাজশাহীর সাংবাদিকদের

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


মানববন্ধনে রাজশাহীর গণমাধ্যমকর্মীরা-সোনার দেশ

যশোরের বেনাপোলে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে মারধরের ঘটনার বিচার দাবি করেছেন রাজশাহীর সাংবাদিকরা। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আজিজুল হককে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত বিজিবি কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম বলেন, বিজিবি যেহেতু সীমান্তে দায়িত্ব পালন করে সেহেতু দায়িত্বে অবহেলা এবং তা নিয়ে রিপোর্ট করায় সাংবাদিককে মারধরের ঘটনায় আন্তর্জাতিক পরিম-লে বাহিনীটির সুনাম ক্ষুণœ হয়েছে। এ ঘটনায় জড়িত বিজিবি কর্মকর্তার বিচার করতে হবে। মারধরে আহত সাংবাদিকের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে বিজিবিকেই।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ বলেন, বিজিবি কর্মকর্তা কর্তৃক সাংবাদিক মারধরের এ ঘটনাকে ছোট করে দেখলে হবে না। এর সুদূরপ্রসারী প্রভাব আছে। ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে সর্বস্তরের সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের এই নেতা।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ বলেন, যশোরে যে ঘটনা ঘটেছে তা দেশের গণমাধ্যমের জন্য কলঙ্কজনক। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যশোরসহ সারাদেশে সব সাংবাদিক নির্যাতনের বিচার চাই। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
মানবববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, রাজশাহীর সিনিয়র আলোকচিত্রী আজহার উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি প্রমুখ। সমাপনী বক্তব্য দেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন। সঞ্চালনা করেন, বাংলানিউজের রাজশাহী বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, এনটিভির ব্যুরো প্রধান শ.ম. সাজু, সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, সময় টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ সাইফুর রহমান রকি, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আবরার সাঈর, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, বৈশাখী টিভির নিজস্ব প্রতিবেদক এএস ডলার, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব ফটো সাংবাদিক সালাউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ‘বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশের প্রবেশদ্বার’ শিরোনামে একটি রিপোর্ট করেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হক। এ রিপোর্টের প্রেক্ষিতে পরদিন শুক্রবার বিজিবির ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক সাংবাদিক আজিজুলকে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ