সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মেলনে গতকাল শনিবার বিকালে পর্যটন কেন্দ্র কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত সংম্বর্ধনা সভায় ২জন কৃতি সংগঠকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দেশসেরা জেলা সংগঠকের সম্মাননা পান জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাজী জেলা শাখার সভাপতি রফিকুল আলম ও সেরা উপজেলা সংগঠকের সম্মাননা পান গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জিল্লুর রহমান।
কৃতি ২ সেরা সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আলতাফ হোসেন, সহ-সভাপতি আলমগীর গণি, মহাসচিব এ্যডভোকেট এ.বি.এম লুৎফর রশিদ রানা, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যডভোকেট জসিম উদ্দিন।