সাংবাদিক শিমুল নিহতের ঘটনায় শোক ও প্রতিবাদ

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


সিরাজগঞ্জের শাহাজাদপুরে দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় বিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দ শোকপ্রকাশ ও হত্যার প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার বিভিন্ন সংগঠনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ শোক ও প্রতিবাদ জানানো হয়।
আরইউজে : এ মৃত্যুর ঘটনার গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। একইসঙ্গে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আরইউজে নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে আরইউজের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ পেশাগত দায়িত্বপালনকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের ওপর বর্বরচিত কায়দায় গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় শোক প্রকাশ করেন। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদও জানান তারা। একইসাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
রাজশাহী প্রেসক্লাব : এ ঘটনায় রাজশাহী প্রেসক্লাব শোক ও হত্যার প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সকালে রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান এক যুক্ত বিবৃতিতে পেশাগত দায়িত্বপালনকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের ওপর বর্বরচিত কায়দায় গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় শোক প্রকাশ করেন। এ ঘটনার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়।
রাবি রিপোর্টাস ইউনিটি : এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার দুপুরে সংগঠনটির (রুরু) সভাপতি কায়কোবাদ খান ও সাধারণ সম্পাদক হুসাইন মিঠু এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার ফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র হালিমুল হক মিরু তার জনপ্রতিনিধি হওয়ার অধিকার হারিয়েছে। দ্রুত ওই নেতাকে গ্রেফতার ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
রাবি প্রেসক্লাব : এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। শুক্রবার বিকেলে ক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
এতে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আ’লীগ নেতার শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যু হয়। একজন জনগণের প্রতিনিধি হিসেবে প্রকাশ্যে লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করার ঘটনা খুবই ন্যাক্কারজনক। কিন্তু এ ঘটনার পরও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি এবং তার বন্দুকের লাইসেন্স বাতিল করা হয়নি, যা সত্যিই দুঃখজনক। দ্রুত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেবদনা জানান।
রাবিসাস : এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। গতকাল শুক্রবার রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস), রিপোর্টারস ইউনিটি ও প্রেস ক্লাবের প্রেরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। রাবিসাসের সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি হাসান আদিব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিজ্ঞপ্তিতে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, একজন জনগণের প্রতিনিধি হিসেবে প্রকাশ্যে লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করার ঘটনা খুবই ন্যাক্কারজনক। দ্রুত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ও ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান সমিতির নেতৃবৃন্দ।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জড়িতদের শাস্তি দাবি করেছে রাবি রিপোর্টারস  ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু এবং রাবি প্রেস ক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ