সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় ঈশ্বরদীতে প্রতিবাদ সভা

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সদস্যরা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হোটেল ঈশ্বরদী’র সম্মেলন কক্ষে এক জরুরি প্রতিবাদ সভায় শিমুলকে গুলি করার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি রোকনুজ্জামান খান পাভেলের সভাপতিত্বের অনুষ্ঠিত সভায় সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান আল-আমিন, সহসভাপতি অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, প্রভাষক তারিকুজ্জামান পলাশ, মনিরুল ইসলাম বাবু, প্রথম আলো প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, ব্যবসায়ী রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ