বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
মেয়রের গুলিতে নিহত দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাঘা প্রেসক্লাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ নিন্দা জানানো হয়।
বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্মসম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি শিক্ষক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, অর্থ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম আহম্মেদ ভান্ডারী, সদস্য আশরাফুল আলম, আবু হানিফ, আবদুস সালাম, তোফাজ্জল কবীর মিলন, ফজলুর রহমানপ্রমুখ।