সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। গতকাল শনিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক জালাল উদ্দীন, সময় টিভির প্রতিনিধি আল-মামুন, দেশ টিভির প্রতিনিধি রনেন রায়, ডেইলিস্টার ও একাত্তর টিভির প্রতিনিধি বুলবুল আহমেদ, অধ্যক্ষ নজরুল ইসলাম, এটিএন বাংলার প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি বাপ্পী লাহিড়ি, জনকণ্ঠ প্রতিনিধি কালিদাস রায়, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি মাহাবুব হোসেন, যমুনা টিভির প্রতিনিধি নাজমুল হাসান, আশরাফুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ সময় প্রতিনিধি আখলাক হোসেন লাল, ইসাহাক আলী, নাইমুর রহমান, রিয়াজুল ইসলাম, রফিকুল ইসলাম নান্টু, রাশেদুল ইসলাম, সুহৃদ সমাবেশের সদস্য সচিব মাহাতাব আলীসহ সংগঠনের সদস্যরা। বক্তারা সাংবাদিক শিমুল হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।