সাংবাদিক হত্যার বিচারে পৃথক ট্রাইব্যুনাল দাবি আরইউজের

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



সাংবাদিক হত্যার বিচারে পৃথক ট্রাইব্যুনাল দাবি করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধনে আরইউজে নেতৃবৃন্দ এই দাবি করেন। গতকাল রোববার বেলা ১১টা থেকে ঘণ্টব্যাপি নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আরইউজে এই মানববন্ধনের আয়োজন করে।
এ কর্মসূচিতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মেট্টোপলিটন প্রেসক্লাব, ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ^বিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী কলেজে রিপোর্টার্স ইউনিটিটি পৃথক ব্যানার নিয়ে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটে। কিন্তু বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েও কোনো লাভ হয় না। তাই সাংবাদিক হত্যাকা-ের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এটি এখন সময়ের দাবি উল্লেখ করে বক্তারা বলেন, ওই ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
তারা বলেন, পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে বিচার না পেলে মানুষ সাংবাদিকদের দুয়ারে হাজির হন। কিন্তু আজ সাংবাদিকরা বড় অসহায়। আবারো সাংবাদিক শিমুলের রক্তে রঞ্জিত হলো মাটি। হত্যাকারী এখনও গ্রেফতার হলো না। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আমরা সরকারের কাছে আবেদন করছি- খুনি যে দলেরই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তা না হলে সরকারের সব অর্জনে কালিমা পড়বে।
প্রায় ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন, আরইউজের সভাপতি কাজী শাহেদ। সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য আনিসুজ্জামান, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু, আরইউজের নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ, রাবিসাসের সভাপতি আদিব হাসান, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ।
অন্যদের মধ্যে মানববন্ধনে অংশ নেন, বিএফইউজে সদস্য জাবীদ অপু, সিনিয়র সাংবাদিক আনোয়ার আলী হিমু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, শরীফ সুমন, তানজিমুল হক, সোনার দেশ ইউনিট প্রধান দুলাল আব্দুল্লাহ, আরইউজের সাবেক কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, সালাহ উদ্দিন, সমকালের আলোকচিত্রী শরিফুল ইসলাম তোতা প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সমকাল সুহৃদ সমাবেশ, জন উদ্যোগ ও আদিবাসী ছাত্র পরিষদের নেতৃবৃন্দও অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ