সাংবাদিক হাসানের মৃত্যুতে শোক

আপডেট: জানুয়ারি ২১, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মঙ্গলবার) দুপুর ১২টার দিকে হাসান তার ছেলেকে স্কুলে নিতে গিয়ে অসুস্থবোধ করে। এসময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় মৃত্যু হয় বলে জানান হাসানের পরিবারের একজন সদস্য। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ এশা পদ্মা আবাসিক প্যারামাউন্ট স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গৌরহাঙ্গা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version