শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নবনির্বাচিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্যকে এ শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা কার্যকরি সভাপতি আজিজুল হক বাঙ্গালী, সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক আফজাল হোসনে ও রেজাউল করিম, জেলা সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ও মোহর আলী প্রমুখ।