সাগরের ইভেন্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের অলিম্পিক

আপডেট: জুলাই ২৪, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


মার্টিন ফ্রেডরিক আগেও ফ্রান্স এসেছেন। তবে এবার আসাটা একটু ভিন্ন। বাংলাদেশের একমাত্র আর্চার সাগর ইসলামকে নিয়ে নতুন মিশনে নেমেছেন তিনি। প্যারিস অলিম্পিক গেমসকে সামনে রেখে একমাত্র শিষ্যকে নিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বৃহস্পতিবার (২৫ জুলাই) রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সাগরকে তীর-ধনুকের লড়াইয়ে নেমে পড়তে হচ্ছে। শুরুতে র‌্যাঙ্কিং রাউন্ডের লড়াই।

মার্টিন ফ্রেডরিক গেমস নিয়ে আশাবাদী। প্যারিসে চারদিনের অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘তিন(আজ চার দিন হবে) দিন ধরে আছি এখানে। অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। আগে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছি।’

ঐতিহ্যবাহী আইফেল টাওয়ার তেকে গেমস ভিলেজের দূরত্ব বেশি নয়। ফ্রেডরিক তাই উচ্ছ্বসিত, ‘আর্চারি ভেন্যু অনেক সুন্দর। শহরের মধ্যে রয়েছে। ভিলেজ থেকে আইফেল টাওয়ারও দেখা যাচ্ছে। আয়োজন ভালো। গতকাল ও আজকে ফাইনাল স্টেজের জন্য অনুশীলন করেছি। ৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে খেলা হবে।’
প্যারিসে আবহাওয়া নিয়ে ফ্রেডরিক কিছুটা চিন্তিত। বিশেষ করে খেলার ভেন্যু নিয়ে, ‘এখানে বাতাস বেশি। কিছুটা প্রতিকূলও। তবে আমরা খাপ খাইয়ে নিচ্ছি।’
সাগর ইসলামকে নিয়ে ফ্রেডরিক শুরুতে চিন্তিত ছিলেন। এখন অবশ্য নির্ভার, ‘তিন দিন আগে সাগরের ঘাড়ে সমস্যা হচ্ছিল, থেরাপি চলছে। আমরা সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

সাগর আগেই জানিয়েছেন, ক্যারিয়ারের সেরাটা দেওয়াটা চেষ্টা করবেন। অন্তত পরের ধাপে যেতে চান তিনি। ২০২০ সালে টোকিও গেমসে রোমান সানা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। এখন দেখার অপেক্ষা তার উত্তরসূরি হয়ে সাগর কতটুকু কী করতে পারেন। বাংলাদেশ আরচারি দলের কোচ জার্মানির মার্টিন ফ্রেডরিক বুধবার এক বার্তায় বলেন, ‘তিন দিন যাবত আমরা এখানে(প্যারিস) আছি। অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। আগে এসে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছি। ‘

ভেন্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোচ বলেন, পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আর্চারি ভেন্যুটি খুবই সুন্দর এবং শহরের কেন্দ্রে অবস্থিত।
মার্টিন জানান, তিন দিন আগে সাগরের ঘাড়ে সমস্যা হয়েছিল এবং থেরাপি এখনও চলছে। সাগর অবশ্য আজকের (বুধবার) আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নিয়েছে এবং সে খেলার জন্য প্রস্তুত।

এদিকে, শ্যুটার রবিউল ইসলাম ২৮ জুলাই ছাতেইরক্স শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল বাছাই পর্বে অংশ নেবেন।
সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং একই ভেন্যুতে ৩ আগস্ট আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে অংশ নেবেন।
ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্ট বাছাইপর্বে অংশ নেবেন।- বাংলাট্রিবিউন ও বাসস

Exit mobile version