রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার কর্ণহার মোড়ে অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে কর্ণহার থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
ধৃত আসামি মাহবুল কর্ণহার থানার সরমংলা আদর্শ গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি মাহবুলের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের একটি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা কর্ণহার থানায় মুলতবি ছিল। কর্ণহার থানা পুলিশ বৃহস্পতিবার (৬ জুন) সকাল পৌনে ৯ টায় চালিয়ে আসামি মাহবুলকে কর্ণহার মোড় থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।