মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:২ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের পরোয়ানাভুক্ত পলাতক আসামী এমরানকে গাজিপুরের সদর থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৫ এবং র্যাব-১।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে গত ১৬ ফেব্রুয়ারি গাজীপুর সদর থানাধীন এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(গ) ধারা, পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর ১৬(৩) ধারা এবং
যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ০৩ ধারা মোতাবেক ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী এমরান হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাট জেলার বানিয়াপাড়া এলাকার মৃত আব্দুর রহিম সদরদারের ছেলে। আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।