নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ

নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক:


মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে পারিবারিক আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- সুজন আলী ও শাহিন আলী। সুজন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুরের আকবর আলীর ছেলে। সে বর্তমানে নগরীর কাঁঠালবাড়িয়ায় বসবাস করে এবং শাহিন নগরীর হড়গ্রাম ঠাকুরমারা গ্রামের সেলিম মন্ডলের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞািপ্ত সূত্রে জানা যায়, রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি সুজনকে কাঁঠালবাড়িয়া মোড় থেকে সকাল পৌনে ১০ টায় শাহিনকে ঠাকুরমারা কলোনি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আর পড়ুন: সাজাপ্রাপ্ত দুই আসামি

এ বিভাগের অন্যান্য সংবাদ