শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
২০১৬ সালের ৮ মার্চ থেকে গত সাড়ে আট বছর বাড়ি ফিরতে পারেননি ঈশ্বরদীর এক যুবদল নেতা। তৎকালীন সময়ে রাজনৈতিক সংঘাতে বাড়ি ছাড়া হয়ে গত সাড়ে আট বছর ধরে এলাকা ছাড়া হন যুবদল নেতা সাহাবুল হক বিশ্বাস।
রাজনৈতিক সংঘাতে প্রতিপক্ষ আওয়ামী লীগ-যুবলীগের স্থানীয় ক্যাডারদের অত্যাচার, হামলা, ভাঙচুর ও লুটপাটে অতিষ্ঠ হয়ে জীবন রক্ষা করতে নিজের পাকা বাড়ি-ঘর ছেড়ে বাধ্য হয়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছিলেন লক্ষীকুন্ডা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুল হক বিশ্বাস। গত সাড়ে আট বছরে বাড়ি-ঘরের দরজা জানালাসহ সবকিছুই লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘরে দেওয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই এখন।
জানা গেছে, ২০১৬ সালের ৮ মার্চ তার বাড়িতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। বাড়ির দরজা জানালা খুলে
নেওয়াসহ বাড়ির সবকিছু লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেন সাহাবুল। তিনি বলেন, নিজের তৈরী বাড়ি-ঘর ছেড়ে গত সাড়ে আট বছর মানবেতর জীবন যাপন করছি, এর মাঝে অসুস্থ্য বাবা মারা গেছেন। প্রতিপক্ষের হুমকিতে বাবার জানাজা ও দাফনেও এলাকায় যেতে পারিনি। এ বিষয়ে দলীয় কেন্দ্রীয় পর্যায়েও লিখিতভাবে অবহিত করেছি।
স্থানীয় থেকে জেলা ও সর্বোপরি কেন্দ্রীয় নেতারাও অবহিত রয়েছেন এ ঘটনা। এই অবস্থায় গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তন হলে সাহাবুল নিজ বাড়িতে ফিরে যাওয়ার উদ্যোগ গ্রহন করেন। দলীয় নেতা-কর্মী-সমর্থকদের বিশাল বহর নিয়ে প্রস্তুতিও নেওয়া হয়। শেষ মূহুর্তে শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনে মোটর সাইকেল, গাড়িবহর পরিহার করার দলীয় নির্দেশনা দেওয়া হলে ‘বাড়ি ফেরা’র এই কর্মসূচী স্থগিত করা হয়।
এ বিষয়ে যুবদল নেতা সাহাবুল হক বিশ্বাস বলেন, গত সাড়ে আট বছর বাড়ি যেতে পারিনি, বাড়ি-ঘরের দরজা জানালাসহ সবকিছুই লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘরে দেওয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। দলীয় কর্মী সমর্থকরা আবদার করায় একটু আয়োজন করে বাড়ি ফিরতে চেয়েছিলাম। সে অনুযায়ী শোডাউন দিয়ে বাড়ি ফিরতে ইচ্ছা পোষন করেছিলাম আমিও। কিন্তু দলের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে আপাতত: কর্মসূচী স্থগিত করতে হয়েছে।