সাড়ে ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুলসুম গ্রেফতার

আপডেট: আগস্ট ৩০, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় নওগাঁ জেলার বদলগাছী থানার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে ২৭ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী কুলসুম (৩৫) নওগাঁর বদলগাছী থানার লক্ষ্মীপোল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। এ সময় কুলসুমের স্বামী আব্দুল জলিল পালিয়ে যায়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, পলাতক আসামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্ত্রী কুলসুমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে কলা বাগানের ভিতর মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে রাখার সময় কুলসুম কে আটক করে এবং জলিল কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।